মোথাবাড়ি

কালিয়াচক ২ ব্লকে সু-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন

 

প্রায় ২০ বছর পর গঙ্গা নদীর চর এলাকা কালিয়াচক ২ ব্লকের হামিদপুর চরের মানুষেরা পেল একটি সু-স্বাস্থ্যকেন্দ্র। এই সু-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয়ে গেল শনিবার।

    সেই চরে যাওয়ার জন্য প্রথমে নৌকা করে তারপর কর্দমাক্ত রাস্তায় মোটরবাইকে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আর তার উপস্থিতিতে এই সু-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়। ফিতা কেটে সু-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এলাকায় সু-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হওয়ায় খুশি হামিদপুর চরের প্রায় ৪ হাজার মানুষেরা।

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গঙ্গা নদীর মাঝ বরাবর হামিদপুর চরটি গজিয়ে উঠেছে। কয়েক হাজার পরিবারের বসবাস রয়েছে এই চরে। কিন্তু এতদিন এখানে কোন সুস্বাস্থ্য কেন্দ্র ছিল না। অল্পতেই চিকিৎসা করাতে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল অথবা মালদা মেডিকেল কলেজে ছুটতে হতো রোগীদের। কিন্তু এখন থেকেই আর নদী পার করে সহজেই দূরে চিকিৎসার জন্য যেতে হবে না।

 

    সু-স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধনের পর রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে এই সু-স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করা হয়েছে। এতদিন গঙ্গার চরের মানুষদের চিকিৎসা পরিষেবা পেতে একটু সমস্যায় পড়তে হতো। সংশ্লিষ্ট চর এলাকা থেকে কালিয়াচকের বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে ১০ থেকে ১২ কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হতো। কিন্তু এখন থেকে সু-স্বাস্থ্যকেন্দ্র থেকেই চিকিৎসা পরিষেবা মিলবে।